স্নাতক ভর্তি -২০২৫ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
প্রশ্নঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা কি গুচ্ছ/GST এর অন্তর্ভুক্ত?
উত্তরঃ হাবিপ্রবি ২০২৫ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত নয়। হাবিপ্রবি এর স্নাতক ভর্তি পরীক্ষা এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ হাবিপ্রবির পরীক্ষার সেন্টার কি ঢাকা অথবা বিভাগীয় শহরে হবে?
উত্তরঃ না, হাবিপ্রবির পরীক্ষা শুধুমাত্র দিনাজপুর ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষা কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে সেসব বিষয়ে ভর্তি পরিক্ষায় কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে?
উত্তরঃ ভর্তি পরিক্ষায় প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস / পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরন করা হবে।
প্রশ্নঃ হাবিপ্রবিতে আবেদন ফি কত?
উত্তরঃ হাবিপ্রবির আবেদন ফি প্রতি ইউনিটে ১০০০/- (এক হাজার টাকা), শুধুমাত্র বি ইউনিটে আর্কিটেকচারসহ আবেদন করলে ১২০০/- (এক হাজার দুইশত টাকা)। উভয়ক্ষেত্রে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য।
প্রশ্নঃ ভর্তি পরীক্ষার আবেদনের সময় কোন ধরনের টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান পাওয়া যাবে?
উত্তরঃ আবেদনের সময় রেজিস্ট্রেশনের সম্পর্কিত কোন সমস্যার সম্মুখীন হলে স্টুডেন্ট প্যানেলের “Help Desk”- এর মাধ্যমে জানাতে হবে এবং পেমেন্ট সম্পর্কিত কোন সমস্যা হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ admission@hstu.ac.bd – ইমেইল করতে হবে। ইমেইল করার পর ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে সমাধান না পাওয়া গেলে অথবা ইমেইলের উত্তর পাওয়া না গেলে পুনরায় ইমেইল করতে হবে। এছাড়াও হটলাইন নম্বরগুলোতে (01729-266246, 01822-026222, 01515-256810) সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে।
প্রশ্নঃ টাকা কেটে নিয়েছে, কিন্তু আবেদন সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ টাকা কেটে নেওয়ার পরও আবেদন সফল না হলে লগআউট করে পুনরায় লগইন করতে হবে। তারপরও আবেদন সফল না হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ admission@hstu.ac.bd – ইমেইল করতে হবে। টাকা কেটে নেওয়ার আবারো পেমেন্ট করলে দুইবার টাকা কেটে নিতে পারে। দুইবার টাকা কেটে নিলে টাকা ফেরত পাওয়ার কোন উপায় নাই।
প্রশ্নঃ হাবিপ্রবিতে দূর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য হাবিপ্রবি কর্তৃপক্ষ আবাসনের কোন সহায়তা প্রদান করতে সক্ষম কি?
উত্তরঃ হাবিপ্রবি কর্তৃপক্ষ উদ্যোগে প্রত্যক্ষভাবে কোন ধরনের আবাসনের সহায়তা প্রদান করা হয়না। তবে দুর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীরা হলে অবস্থানরত বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগাযোগপূর্বক আবাসিক হল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করতে পারবে।
প্রশ্নঃ হাবিপ্রবির ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচী কি প্রকাশিত হয়েছে?
উত্তরঃ
হাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৫ খ্রি. নিম্ন ছকে উল্লেখিত অনুযায়ী তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিফিটভিত্তিক সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
তারিখ | ইউনিট |
---|---|
০৫/০৫/২০২৫ খ্রি. | A ইউনিট |
০৬/০৫/২০২৫ খ্রি. | B ইউনিট |
০৭/০৫/২০২৫ খ্রি. | C, D ইউনিট |
© 2025 Copyright Hajee Mohammad Danesh Science and Technology University. Powered by IT Cell