‘O’ লেভেল এবং ‘A’ লেভেল থেকে পাশকৃত ছাত্র-ছাত্রীদের ভর্তির আবেদনের নির্দেশনাবলী

১. GCE (General Certificate of Education) (‘O’ লেভেল) এর ক্ষেত্রে IGCSE (International General Certificate of Secondary Education) এ কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং IAL (International Advanced Level) (‘A’ লেভেল) এ Physics, Chemistry, Mathematics, Biology/Agriculture –এর মধ্যে ৩টি বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে B গ্রেড পেতে হবে। GCE এর ক্ষেত্রে ‘O’ লেভেল/সমমান ও ‘A’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ গ্রেডশীট/ সনদপত্র SSC এবং HSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাথে Equivalency নির্ধারণের জন্য admission@hstu.ac.bd ইমেইলে সংযুক্তিসহ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে প্রেরণ করতে হবে। কাগজপত্রসমূহ মূল্যায়নের পর তাদের শিক্ষাগত যোগ্যতা ভর্তি যোগ্যতার মানদন্ডে উপযুক্ত কিনা তা আগামী ০৩ মার্চ ২০২৫ তারিখে জানানো হবে এবং আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের ০৬ এপ্রিল ২০২৫ এর মধ্যে ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)-এ লগইনপূর্বক আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে।

২. আবেদনে ইচ্ছুক বিদেশে অধ্যয়ন করা দেশী নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পাসপোর্ট/নাগরিকত্ব সনদপত্র, 10th Grade/‘O’ লেভেল/SSC/সমমান ও 12th Grade/ ‘A’ লেভেল/ HSC/ সমমান পাশের সনদপত্র ও নম্বরপত্র মূল্যায়নের জন্য ২৭ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে admission@hstu.ac.bd ইমেইলে সংযুক্তিসহ পাঠাতে হবে। কাগজপত্রসমূহ মূল্যায়নের পর তাদের শিক্ষাগত যোগ্যতা ভর্তি যোগ্যতার মানদন্ডে উপযুক্ত কিনা তা ০৩ মার্চ ২০২৫ তারিখে জানানো হবে এবং আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের ০৬ মার্চ ২০২৫ এর মধ্যে ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)--এ লগইনপূর্বক আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা অর্জনকারী বিদেশে অধ্যয়ন করা দেশী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তির সময় সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি দাখিল করতে হবে।